খিলাফত হারিয়ে মুসলিমরা এবং বিশ্ব কী  হারিয়েছে?

সূচিপত্র

খিলাফতের পতন কেবল মুসলিমদের অভ্যন্তরীণ দুর্বলতা নয়, বরং এটি মানবতার একটি ছায়াবর্ষী আশ্রয় হারানোর নাম। আমরা হারিয়েছি—-

১। একক নেতৃত্ব ও ঐক্যের ছায়া,

২। শরিয়তের সর্বজনীন প্রয়োগের ময়দান,

৩। মুসলিমদের সম্মান ও নিরাপত্তার নিশ্চয়তা,

৪। জিহাদ ও প্রতিরোধের ঐক্যবদ্ধ ক্ষেত্র,

৫। আরও হারিয়েছি গনিমত, জাকাত, উশর, খারাজ, জিজিয়া ও অর্থনৈতিক ভারসাম্যের এক সংগঠিত ও ইনসাফভিত্তিক অর্থব্যবস্থা;

৬। ইসলামি শরিয়তের অধীনে দ্রুত ও সহজ পন্থায় ন্যায়বিচার।  

এ বাইরে আছে আরও অনেক কিছু—-যা এই সংক্ষিপ্ত ভূমিকায় কোনোভাবেই আসলে উল্লেখ করা সম্ভব নয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সূচিপত্র

অনুসন্ধান করুন

সর্বশেষ পোস্ট

সাবস্ক্রাইব

আপনার প্রিয় বইটি যেন মিস না হয় — এখনই আমাদের মেইলিং লিস্টে যুক্ত হোন।