আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মূল নিবাস জান্নাতের অধিকারী হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে। দুনিয়াতে আমরা থাকতে আসি নি। আমরা এখানে এসেছি আমাদের আখিরাতের যাত্রাকে নিরাপদ করতে। আখিরাতে শান্তিতে থাকার বন্দোবস্ত করতে। এখানে কয়েকদিনের সফরে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদাত করতে পারি। নিজের ঈমান-আমল পূর্ণ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি।
দুনিয়াতে ঈমান আনার পর আমাদের সবচে বড়ো বাধা হয়ে দাঁড়ায় আমাদের প্রবৃত্তি। আমাদের নফস চায়—দুনিয়াকে যেন আমরা আপন করে নিই। যেন দুনিয়ার মোহে পড়ে আমাদের মূল গন্তব্য ও ঠিকানা আখিরাতকে ভুলে যাই। এজন্য দুনিয়াকে সে আমাদের সামনে রঙিন করে তুলে ধরে। আমাদের কাছে দুনিয়া এক মোহ জাগানিয়া বস্তু ও পরম আরাধ্য হয়ে ওঠে।
দুনিয়ার এই ধোঁকা থেকে বেঁচে, আমাদের আসল গন্তব্যের পথ ঠিক রাখতে তাই জুহদ অবলম্বনের কোনো বিকল্প নেই। কেননা, জুহদ হলো প্রত্যেক মুমিনের প্রধান গুণ। জুহদ খাটি মুমিনের অনন্য বৈশিষ্ট্য। এজন্য আমাদের প্রত্যেকের জুহদ অবলম্বন করা আবশ্যক।
Reviews
There are no reviews yet.