পরিচিতি

আমাদের পরিচয়

Darul Ilm Publication বাংলাদেশের একটি অগ্রণী গবেষণাধর্মী ইসলামি ও প্রামাণ্য জ্ঞাননির্ভর প্রকাশনা প্রতিষ্ঠান। ২০২২ সালের ০৭ ফেব্রুয়ারি থেকে পথচলা শুরু করে প্রতিষ্ঠানটি পাঠকদের হাতে পৌঁছে দিয়েছে ষাটোর্ধ মূল্যবান গ্রন্থ। সচেতন চিন্তাশীল পাঠকগোষ্ঠী, সৃজনশীল লেখক-অনুবাদক এবং বিশ্বাসযোগ্য শ্রেষ্ঠতর সম্পাদনার মাধ্যমে বই প্রকাশ করে প্রকাশনা অঙ্গনে Darul Ilm আজ একটি নির্ভরযোগ্য নাম।

দৃষ্টিভঙ্গি (Vision)

ইলম বা জ্ঞান হলো পৃথিবীতে মানুষের টিকে থাকা ও ভালো থাকার একমাত্র মাধ্যম। আর আখিরাতের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসও এই ইলম ও আমল। তাই, ইলম ও আমলের সন্ধান, প্রচার ও বিস্তৃতির মাধ্যমে সমাজে আলো ছড়ানো এবং একটি চিন্তাশীল ও নৈতিক সমাজ গঠন করাই আমাদের ভিশন। যে-কারণে এই প্রতিষ্ঠাটির শ্লোগান হলো⸻ইলমের প্রচারে, ইলমের সন্ধানে..

মিশন (Mission)

ব্যক্তিগত ও সামাজিক জীবনে বইকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে⸻

  • নির্ভরযোগ্য, আকর্ষণীয় ও গবেষণালব্ধ বই প্রকাশ,
  • নতুন লেখকদের প্ল্যাটফর্ম দেওয়া, পুরোনো লেখকদের আরও উৎসাহিত করা, অধিকতর কাজের পরিবেশ তৈরি করা,
  • তরুণ প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা, পাঠচক্র, বুক-রিভিউ-আয়োজন করা, প্রয়োজনীয় পাঠসামগ্রী উৎপাদন করা,
  • অনলাইন ও অফলাইনে বইয়ের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা।

মূল মান (Core Values)

আমাদের ভ্যালু বা মান হলো, আমরা চেষ্টা করি আমাদের বইয়ের এই বিষয়গুলো যেন অবশ্যই বজায় থাকে সর্বোচ্চ পরিমাণে⸻

  • সত্যনিষ্ঠতা,
  • চিন্তাশীলতা,
  • মানসম্পন্নতা,
  • উদ্ভাবন ও পেশাদারত্ব।

প্রতিষ্ঠার ইতিহাস

২০২২ সালে ফেব্রুয়ারি মাসে এই প্রকাশনা প্রতিষ্ঠানটি উদ্যোক্তা জাবির মুহাম্মদ হাবীব-এর হাত ধরে Darul Ilm-এর সূচনা। বাংলাভাষায় চিন্তাশীল, আকরগ্রন্থভিত্তিক ও আত্ম-উন্নয়নমূলক লেখার প্রতি দায়বদ্ধতা থেকেই এই যাত্রা শুরু হয়। আজ পর্যন্ত প্রায় ৭০ টির মতো বই প্রকাশিত হয়েছে।  

সেবা ও কার্যক্রম

  • ইসলামি, গবেষণাধর্মী ও আধুনিক চিন্তানির্ভর বই প্রকাশ,
  • বই সম্পাদনা, প্রুফরিডিং ও ডিজাইন সেবা,
  • অনলাইন ও বইমেলা বিক্রয় চ্যানেল,
  • Bartaprakash – তরুণ লেখকদের প্ল্যাটফর্ম;

প্রকাশিত বই ও সিরিজ

  • মোট প্রকাশিত বই: ৭০+
  • জনপ্রিয় বই:
    • সেইভ আওয়ার সিস্টার্স
    • কাবার পথে
    • জাগরণ সিরিজ-১ (তিনটি বই)
    • জাগরণ সিরিজ-২ (তিনটি বই)
    • জায়োনিজম প্যাকেজ (তিনটি বই)
    • স্টুডেন্ট প্যাকেজ (৬টি বই)
    • সিরাত সিরিজ (৬টি বই)

বিক্রয়-অংশীদার ও চ্যানেল

  • অনলাইন স্টোর: www.darulilm.net এবং www.bartaprokash.net
  • রকমারি, বইমেলায় স্টল, বাংলাবাজার বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি
  • লেখক নেটওয়ার্ক ও সমমনা প্রতিষ্ঠান

অর্জন ও মাইলফলক

  • একুশে বইমেলায় অংশগ্রহণ
  • Bartaprakash এর প্রতিষ্ঠা
  • ৭০+ হাজার কপি বিক্রিত বই
  • বিভিন্ন অনলাইন শপে বেস্ট সেলার বই হিসেবে স্বীকৃতি

যোগাযোগDarul Ilm Publication

দোকান নং 15, ৩য় তলা, 65/1 কওমি মার্কেট, প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা-1100

📞 01552902325

✉️ jamuhabd@gmail.com

🌐 www.darulilm.net