পাণ্ডুলিপি জমা দিন

বিশেষ নোট

  • পাণ্ডুলিপি জমাদানের পূর্বে অবশ্যই ৩ জন বিদগ্ধ পাঠক কর্তৃক রিভিউ ও প্রয়োজনীয় সম্পাদনা সেরে নিন।
  • সম্ভব হলে Ms word ফাইল দিন।
  • পাণ্ডুলিপি জমাদানের পরবর্তী কার্যদিবস থেকে দুই মাসের মধ্যে পাণ্ডলিপি গৃহীত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। অন্যথায় ধরে নিতে হবে পাণ্ডুলিপি গৃহীত হয়নি।
  • গৃহীত হলে পাণ্ডুলিপি সম্পাদনাসহ যাবতীয় প্রস্ততির জন্য কমপক্ষে ৬ মাস সময় লাগতে পারে।