
জাবির মুহাম্মদ হাবীব (সম্পাদক)
জাবির মুহাম্মদ হাবীব একজন তরুণ আলিম, লেখক, সম্পাদক ও প্রকাশক। তিনি দারুণভাবে সম্পাদনা করেছন পুষ্পকলি নামে একটি ছোটোদের লেখালেখি শেখার পত্রিকা। এবং দুই হাতে সম্পাদনা করেছেন অসাধারণ সব বইপত্র। তার সম্পাদিত বইয়ের সংখ্যা দেড় শতাধিক।
শাপলা-পরবর্তী বাংলাভাষায় ইসলামি ঘরানার যে-সব সচেতন তরুণ লেখালেখি ও প্রকাশনাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন, তিনি তাদেরই একজন।