মুফতি আবদুর রহমান সাত্তি

মুফতি আব্দুর রহমান সাত্তি। পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার সাতিয়ান অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। পাঁচ বছর বয়সে তিনি বাবার সঙ্গে ইসলামাবাদে চলে আসেন এবং সেখানেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি হিফজ বিভাগে ভর্তি হয়ে পবিত্র কুরআন হিফজ সমপন্ন করেন। তারপর দরসে নেজামিতে ভর্তি হয়ে জামিয়া আশরাফিয়া লাহোর থেকে তাকমিল সমাপন করেন।

হাদিস-শাস্ত্রের প্রতি ছাত্রকাল থেকেই তার আগ্রহ ছিল বেশ। তাই তিনি রাওয়ালপিন্ডির মাজলিসুল ইলমি বুহুসুল ইসলামিয়া নামক প্রতিষ্ঠান থেকে তাখাসসুস ফিল হাদিস সমপন্ন করেন এবং সুনানু দারি কুতনির ওপর আরবিতে ১১০০ পৃষ্ঠার একটি ইলমি তাহকিকি মাকালা লিপিবদ্ধ করেন।

এরপর তিনি জামিয়া ফুরকানিয়া রাওয়ালপিন্ডি থেকে তাখাসসুস ফিল ফিকহ সমপন্ন করেন। বর্তমানে তিনি শিক্ষতার পাশাপাশি কিছু কিতাবও লিখেছেন : মাসআলায়ে খিলাফাত কি শরয়ি হাইসিয়াত, মাসআলায়ে খুরুজ আওর ইমামে আজম আবু হানিফা, ইসলাম আওর জমহুরিয়াত ইলমি তাহকিকি আওর তাকাবুলি জায়েযাহ ইত্যাদি।