বিচারপতি শাইখ আবদুল হাকিম হককানি

শাইখ আবদুল হাকিম ইবনু খোদায়াদ (হাজি মোল্লা সাহেব)। ১৩৭৬ হিজরিতে তিনি আফগানিস্তানের কান্দাহারে এক দ্বীনি পরিবারে জন্মগ্রহণ করেন। কুরআন, ফার্সি ও প্রাথমিক শিক্ষা লাভ করেন পিতা ও প্রথিতযশা আলিমদের কাছে। পরে জামেয়া দারুল উলুম হাক্কানিয়াতে (পাকিস্তান) হাদিস ও অন্যান্য শাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন শাইখ আবদুল হক, শাইখ ফরিদ জারবাওয়াবি প্রমুখ আলিমদের কাছে।

তিনি আফগানিস্তান ও পাকিস্তানের বহু মাদরাসায় শিক্ষকতা করেছেন। তালেবান শাসনামলে তিনি ইমারাতে ইসলামিয়্যার আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। মার্কিন আগ্রাসনের পর হিজরত করে কুওয়াইতায় মাদরাসা প্রতিষ্ঠা করেন এবং ১৪ বছর হাদিস পড়ান। পরে জুলুমের কারণে প্রকাশ্যে দারস বন্ধ করে লেখালেখিতে মনোনিবেশ করেন।

তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ফিকহ, হাদিস, আদব ও ইসলামি রাজনীতি বিষয়ক ২৫টিরও বেশি কিতাব ও রিসালা, যার মধ্যে জাদুল মিনহাজ, রাওজাতুল কাজা, আদাবিল মুফতি, আল-ওয়ালা ওয়াল-বারা, ও জাদুল মাআদ ফি মাসাইলিল জিহাদ প্রভৃতি অন্যতম।

তিনি একজন বিশিষ্ট আলেম, গবেষক, শিক্ষক ও বিচারপতি হিসেবে মুসলিম সমাজে গভীর প্রভাব রেখে চলেছেন। শুধু সামাজিক পরিসরেই নয়, আন্তর্জাতিক পরিসরেও তিনি এখন প্রচণ্ড প্রভাবশালী হিসেবে বিবেচিত হচ্ছেন।