শাইখ খালিদ হককানি

শাইখ খালিদ হাক্কানি ছিলেন একজন চিন্তাবিদ আলিম, মুজাহিদ, লেখক ও বাগ্মী। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাবি জেলায় জন্মগ্রহণ করেন। পাকিস্তানের প্রখ্যাত মাদরাসাগুলোতে অর্জন করেছেন দ্বীনি ইলম। তিনি ছিলেন ফিকহ, ইতিহাস ও রাজনীতি বিষয়ে একজন শেকড়সন্ধানী গবেষক। তার লেখা বইগুলোতে ইসলামের রাজনৈতিক দর্শন, তাউহিদ, জিহাদ ও আধুনিক গণতন্ত্র-ব্যবস্থার স্বরূপ উন্মোচনের প্রচেষ্টা পরিলক্ষিত হয়।

তিনি বিভিন্ন সময় পত্র-পত্রিকায় লিখেছেন, ভাষণ দিয়েছেন এবং বইপত্র রচনা করেছেন। তার লেখায় শক্তিশালী বুদ্ধিবৃত্তিক উপস্থাপনা দেখা যায়। ইসলামি দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র, জাতীয়তাবাদ ও পশ্চিমা আধিপত্যবাদের কঠোর সমালোচক হিসেবে মনে করা হয় তাকে। তিনি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রশক্তিকে মুসলিম উম্মাহর ওপর আধিপত্য বিস্তারের অপচেষ্টার বিরুদ্ধে প্রবলভাবে সরব ছিলেন। ২০২০ সালের ৩১ জানুয়ারি, আফগানিস্তানের কাবুলে এক সংঘর্ষে মার্কিনপন্থী নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলিবিনিময়ের সময় তিনি শহিদ হন।

শাইখ খালিদ হাক্কানির জীবন ছিল একটি আদর্শবাদী সংগ্রামের প্রতিচ্ছবি। তিনি শুধু একজন সংগঠক বা লড়াকু নেতা ছিলেন না; ছিলেন একজন চিন্তক, যিনি কলম ও বন্দুক—দুই মাধ্যমেই সত্যের পক্ষে লড়াই চালিয়ে গেছেন।