মো. শিমুল আলী
অনুসন্ধানী ও ধীমান পাঠক
আমাদের শিকড়, ওপার বাংলার জাদুকরী গদ্যশিল্পী আবদুল আযীয আল আমানের (রহিমাহুল্লাহ) সাথে আপনারাই আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। সত্যি কথা বলতে কি, আমি সিরাত সিরিজের জন্যই দারুল ইলমকে ভালোবাসি।
এহসানুল্লাহ জাহাঙ্গীর
লেখক ও সম্পাদক
দারুল ইলম তো আমার মনে হয়, প্রকাশনা-জগতে একটা ভিন্ন স্বর ও কণ্ঠ তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা উপকৃত হচ্ছি। কদিন আগেও দুই সেট করে কাবার পথে ও আমানের সিরাত সিরিজ কিনে এনেছি। তাছাড়াও আরও অনেকগুলো বই কিনে এনেছি।
শাইখ হাসান মানযুর
আলিম, লেখক, গবেষক ও শিক্ষক
দারুল ইলম কখনো বন্ধ হয়ে গেলে অবশ্যই খারাপ লাগবে। কারণ, সৃজনশীল বইগুলো এখান থেকে প্রকাশিত হয় এবং পাওয়া যায়, যা উম্মাহর জন্য অত্যন্ত প্রয়োজন।
মুইনুল ইসলাম
আলিম, শিক্ষক, লেখক ও অনুবাদক
এক ছাত্র এল, সাহিত্য শিখবে। বললাম, শিখতে হলে পড়তে হবে।
জিজ্ঞেস করল, কী পড়ব?
বললাম, আবদুল আযীয আল আমানের কাবার পথে কিনে পড়ো।
আজ দুই খণ্ডের ঢাউস সাইজের কাবার পথে নিয়ে ছাত্রটি হাজির। দেখে নয়ন জুড়িয়ে গেল।
© darulilm 2025, All Rights Reserved. | Crafted with ❤️ by Shifto
No account yet?
Create an Account