বই নিয়ে নানান কথা

বই প্রকাশে আগ্রহী?

Darul Ilm

সত্যিকার অর্থে পৃথিবীর সকল ভাষার সকল সমাজের জন্যই একজন নতুন লেখক খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। লেখকমাত্রই জাতীয় সম্পদ। যদিও, লেখক শব্দটি যে অর্থ বহন করে, তা অনেক সীমিত লেখকের মধ্যেই থাকে। তবুও, প্রত্যেক মানুষ চায় লিখতে, লেখার ভেতরে নিজের চিন্তা, ইচ্ছে, স্বপ্ন ও সম্ভাবনার কথা প্রকাশ করতে। আর এখানেই আমরা সহযোগী হতে চাই একজন লেখকের।

পুরোনো লেখকদের কথা পাশে রেখে আলাপ করলে, নতুন লেখকদের বইপ্রকাশে যে ঝক্কি পোহাতে হয়, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, শুরু থেকেই আমরা চেয়েছিলাম, এই ঝক্কিটা যেন লেখককে পোহাতে না হয়। আমরা আমাদের সম্মিলিত চেষ্টায় একটি বইয়ের প্রকাশকালের সকল কাজই ভাগাভাগি করে নিতে চেয়েছিলাম। এটা ছিল আমাদের স্বপ্ন। আমাদের স্বপ্ন বাস্তবায়ন করা এখনই খুবই সহজ হয়ে আছে আমাদের জন্য। আলহামদু লিল্লাহ।

আমরা নতুন লেখকদের স্বাগত জানাই। তাদের অসাধারণ চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে সম্মান করি। তাই নতুন লেখকদের বইপ্রকাশে এগিয়ে আসতে চাই আমরা।

কোনো লেখক যদি দারুল ইলমের মাধ্যমে বই প্রকাশ করতে চান, তাহলে তাকে এই কাজগুলো করতে হবে :

০১. আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর ও বই সম্পর্কে আপনার বক্তব্য লিখবেন। বইটি কেন, কাদের জন্য, কী বিষয়বস্তু, কোন ধরনে লিখেছেন, সেগুলো লিখবেন।

০২. এরপর আমাদের মেইলে (darulilmpub@gmail.com) এ পাঠিয়ে দেবেন।

০৩. অন্তত ২ সপ্তাহ আমাদের স্বাভাবিকভাবে সময় দেবেন।

০৪. দুই সপ্তাহর মধ্যে কোনো উত্তর না পেলে 01552 90 23 25 নম্বরে কল করে নিজের পরিচয় দিয়ে প্রয়োজনীয় কথাটি জানাবেন। আশা করছি আপনাকে দ্রুতই প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে।

কষ্ট করে ব্লগটি পড়ার জন্য অনেক শুকরিয়া। জাজাকুমুল্লাহু খাইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *