বিক্রয়-নীতিমালা :

১. আমাদের অধিকাংশ বই মুদ্রিত মূল্য থেকে খুচরা বিক্রয়ে ৪০% মূল্যছাড় দেওয়া হয়। এ-ছাড়া এ-রকম মূল্যছাড়েই আমরা আমাদের সারা দেশের বিক্রেতাদের বিক্রয়ে উৎসাহিত করি।

২. আমাদের থেকে কোনো বই ক্রয় করার পর সাত দিনের মধ্যে বইয়ের ব্যাপারে অভিযোগ গ্রহণযোগ্য বিবেচনা করা হয়। বইয়ের ত্রুটিজনিত কারণে নতুন করে বই পাঠানো হয় বা পরিবর্তন করে দেওয়া হয়।

৩. পাইকারি মূল্যে বই সংগ্রহ করতে, প্রাতিষ্ঠানিক ও বড়ো অর্ডার করতে, বিশেষ ছাড়মূল্য পেতে এবং কোনো এলাকার এজেন্ট হতে আমাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করতে হবে।  সেক্ষেত্রে এই নম্বরটি ব্যবহার করতে হবে : 01552 90 23 25। কল করার সময় : সকাল ১০:৩০ থেকে রাত ০৭:৩০ পর্যন্ত।