বিষাদবর্ণে রাঙিয়েছি জীবন। কী ভীষণ শূন্যতা! কত কত না পাওয়ার বেদনা প্রতিক্ষণে দোল খায় স্মৃতির খেরোখাতায়—আর শুধুই মনে হয়—‘না পাওয়ার জন্যই বোধহয় পেয়েছিলাম এই জৈবিক জীবন।’
কখনো মনে হয় খুব দূরে কোথাও পালিয়ে যাই জীবন থেকে। আমি অবশ্য একরকম পালিয়েই বেড়াই। জীবনের মুখোমুখি হবার মতো অত সাহস এখনো আমার হয়নি। তবু ইচ্ছে করে খুব দূরে কোথাও, কোনো দ্রুতগামী ট্রেনের কামরায় বসে, জানালায় থুতনি ঠেকিয়ে পাহাড় দেখতে দেখতে হারিয়ে যাই প্রান্তরে। কোথাও কু—ঝিকঝিক কু—ঝিকঝিক সুরের তালে।
Reviews
There are no reviews yet.